রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৪ ডিসেম্বর ২০২৫ , ১:৪৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি ও ৩দফা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির দাবীতে বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন দিয়েছে উপজেলার সকল শিক্ষকবৃন্দ। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কমিটির নিদের্শে চলছে এই কার্যক্রম। গত কয়েক দিন থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী পালন করা হয় স্কুলে। ফলে স্কুলের পরিক্ষাসহ কার্যক্রম বন্ধ রয়েছে।
কমপ্লিট শাটডাউন কর্মসূচীতে শিক্ষকরা বলেন, তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি করার দাবী জানান। তারা আরও বলেন, তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বুধবার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন সকল বিদ্যালয়ে। পরে রৌমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বরাবর স্বাারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম, হারুন অর রশিদ তুহিন, রফিকুল ইসলাম লিচু, আমজাদ হোসেন, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আতিকুর রহমানসহ আরও অনেকে।











