কুড়িগ্রাম প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে নিহত হয়েছেন কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম।
নিহত শান্ত মন্ডল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সেনাসদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে। তার বড় ভাই সোহাগ মন্ডলও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরের নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে শহিদ হন।
ছেলের মৃত্যুর সংবাদে শান্ত মন্ডলের মা সাহেরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। একনজর সন্তানের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন তিনি। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
অপরদিকে, নিহত আরেক সেনাসদস্য মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তার পরিবারেও চলছে শোক আর আহাজারি। স্বজনরা জানান, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়েই তিনি জীবন উৎসর্গ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহত দুই সেনার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
দেশের শান্তি ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ মিশনে গিয়ে কুড়িগ্রামের এই দুই বীর সন্তানের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।










