স্টাফ রিপোর্টার: ৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রোগীসেবা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি প্রার্থী ও সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান। তিনি সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের মতামত শোনেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন ও রোগীসেবায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন। তবে সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং নাজুক অবস্থার প্রতি তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
হাফিজুর রহমান বলেন,“রৌমারী হাসপাতালকে দ্রুত আধুনিকায়ন করা জরুরি।”
“এখানে পর্যাপ্ত মেডিকেল অফিসার ও প্রয়োজনীয় স্টাফ নিয়োগ দিতে হবে।”
“গরিব ও সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ নিশ্চিত করা উচিত।”
“জরুরি বিভাগ, ল্যাব থেকে শুরু করে ওয়ার্ড—প্রতিটি জায়গায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন,“নির্বাচিত হতে পারলে রৌমারীর স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। রোগীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে।”
তার এই পরিদর্শনকে ঘিরে রোগী ও স্বজনদের মাঝে সন্তুষ্টি দেখা যায় এবং তাঁরা উন্নত চিকিৎসাসেবার প্রত্যাশা ব্যক্ত করেন।











