শিক্ষা

জকসু ছয় কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির

  ডেস্ক রিপোর্ট : ৭ জানুয়ারি ২০২৬ , ৯:৩২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ছয়টি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।
বুধবার সকাল ৯টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করে।
ভিপি পদে এগিয়ে রিয়াজুল ইসলাম ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫৮৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।
জিএস পদে এগিয়ে আব্দুল আলীম আরিফ
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা, যিনি পেয়েছেন ২৭৭ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য বিভাগের ফলাফল এখনো গণনাধীন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর ফলাফল গণমাধ্যমে প্রকাশ করা হবে।
জকসু নির্বাচনের প্রাথমিক এই ফলাফলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা গেছে।