রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৫ , ৩:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
২৭ জুলাই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার পশ্চিম পাখিউড়া গ্রামের এ্যাডভোকেট মোঃ আবুল বাশার মঞ্জুর বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তা থেকে বাবলু মিয়া (৪৫),কে আটক করে রৌমারী থানা পুলিশের একটি দল।
আটককৃত মাদক কারবারি বাবুল মিয়া উপজলার পাখিউড়া গ্রামের মৃত আন্দু শেখের ছেলে।
আটককালে তার দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৮৫০ টাকা এবং একটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, বাবলু মিয়া দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। অবশেষে পুলিশের অভিযানে তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, “আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার কার্যক্রম শেষে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।#











