শিক্ষা

রাবি বন্ধুসভার নেতৃত্বে এসেছেন সুইটি-বাঁধন

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ১ জানুয়ারি ২০২৬ , ১২:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার (১ জানিয়ারি) রাবি বন্ধুসভার ফেসবুক পেইজ থেকে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুইটি রাণী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাঁধন রায়।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাতে অনুষ্ঠিত বন্ধুসভার জাতীয় বন্ধুসমাবেশ ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সহ-সভাপতি মো. আররাফি সিরাজী (অন্তর) ও মোহাম্মদ রায়হান; যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির অরণ্য ও শ্রাবন্তী সরকার; সাংগঠনিক সম্পাদক মো. আসিফ উদ্দিন; সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার; অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; দপ্তর সম্পাদক নাসিফ খান চৌধুরী; প্রচার সম্পাদক শামীম হোসেন; পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন; সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম; জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক পুষ্পিতা দাশ; প্রশিক্ষণ সম্পাদক মোসা: ইফফাত আরা ইনাম (স্নেহা); দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার; ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জারিফ রহমান সাদী; পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নাইম হাসান; মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. নাহিম হাসান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি স্বচ্ছ; ম্যাগাজিন সম্পাদক মো. জুবায়ের ফাহিম হাসান এবং বইমেলা সম্পাদক এস. এম. ত্বা সীন জামান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোছা: নুরশাত জাহান নিশি, মেহেদী হাসান, মো. জয়নাল হোসেন, মো. নাসিম খলিফা, আকাশ চন্দ্র দাস, মো. মোস্তাফিজার রহমান ও নির্মল রায়।

নবঘোষিত এ কমিটির উপদেষ্টা হিসেবে থাকছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং রাবি বন্ধুসভার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।