শিক্ষা

রাবির আওয়ামীপন্থী ৬ ডিনের পদত্যাগ

  ডেস্ক রিপোর্ট : ২১ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ছয় অনুষদের ডিন পদত্যাগ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে গিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ডিনের দায়িত্ব পালন করতে অপারগতার কথা লিখিতভাবে জানান তাঁরা। পরে রাতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পদত্যাগকারী ডিনরা হলেন— সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।
ডিনদের পদত্যাগের বিষয়টি রোববার রাতেই নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ। তিনি জানান, ছয় ডিনই স্বেচ্ছায় লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহও নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা ছয় অনুষদের ডিনদের ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তাঁদের অব্যাহতির দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা ছয় ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
ডিনদের পদত্যাগের খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।