বিবিধ

রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলার দাবি মিথ্যা

  ডেস্ক রিপোর্ট : ২০ ডিসেম্বর ২০২৫ , ১:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সত্য নয় এবং এটি একটি মিথ্যা তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল ৯টা ৪৬ মিনিটে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর আইডি থেকে প্রথমবার এই দাবি পোস্ট করা হয়। এর পর দুপুর ১টা ১০ মিনিটে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন একই বিষয়বস্তু সম্পূর্ণ হুবহু পোস্ট করেন।
পরবর্তীতে, দুপুর ১টা ৪৭ মিনিটে সাংবাদিক জুলকারনাইন সায়েরও একই লেখা পোস্ট করলে তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এই ধরনের মিথ্যা খবর মানুষকে বিভ্রান্ত করতে পারে। স্থানীয় কর্তৃপক্ষও ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে এবং সত্যতা যাচাই না করে কোনো খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় জনগণকে সচেতন থাকার পাশাপাশি শুধুমাত্র সরকারি সূত্র বা প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম থেকে তথ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।