শিক্ষা

রাকসু নির্বাচনের ফলাফল:ভিপি জাহিদ,জিএস আম্মার, এজিএস সাব্বির

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ১৭ অক্টোবর ২০২৫ , ১০:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের এস এম সালমান সাব্বির।

শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই সব কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী,

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩,৩৯৭ ভোট। ব্যবধান ৯,২৯০ ভোট।

জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৫৩৭ ভোট, আর শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট। ব্যবধান ৫,৮০৮ ভোট।

এজিএস পদে সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট, আর ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট—ব্যবধান মাত্র ১,০৩০ ভোট।

নির্বাচনে রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদের ১৫ পদে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়েন।

মোট ২৮,৯০১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৯.৮৩ শতাংশ। ছাত্রী ভোটার ছিলেন ১১,৩০৫ জন, ছাত্র ভোটার ১৭,৫৯৬ জন। ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩.২৪ শতাংশ।