কুড়িগ্রাম প্রতিনিধি: ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক ও মা সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মূল্যায়নের ফলাফল তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আকবর আলী, অভিভাবক মশিউর রহমান, শাহাজাদী, খাদিজা বেগম এবং শিক্ষক আব্দুস সোবহান, সাপিনা নুর জান্নাতি, দেবী নিতি রানী, শাবিনা ইয়াসমিন, রেবেকা, নন্দিতা রানী ও পূর্ণিমা রানীসহ আরও অনেকে।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান শিক্ষক মোছা: মঞ্জুয়ারা বেগম অভিভাবক ও মায়েদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





