চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৮ ডিসেম্বর ২০২৫ , ১:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে বেকার যুবক-যুব নারীদের জন্য ২০ দিনব্যাপী ৬০ ঘণ্টার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে চিলমারী মহিলা ডিগ্রি কলেজের আইসিটিডি ল্যাবে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইসিটি অফিসার সাইফ বিন হাসান, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাজু আহমেদ, একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হালিম ও কলেজের অধ্যক্ষ জীতেন্দ্র বর্মণ।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে ফ্রিল্যান্সিং তরুণ সমাজের জন্য একটি সম্ভাবনাময় আয়ের ক্ষেত্র। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব নারীরা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ চিলমারীর বেকার যুবসমাজকে এগিয়ে যাওয়ার নতুন দিক দেখাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে নতুন ব্যাচের জন্য আরও প্রশিক্ষণ আয়োজন করা হবে। তিনি অংশগ্রহণকারীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।











