শিক্ষা

চিলমারীতে অভিভাবক সমাবেশ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ ডিসেম্বর ২০২৫ , ৫:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

শিক্ষার সুষ্ঠু পরিবেশ মান ও ফলাফল উন্নয়নের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বেলা ১১ টায় বজড়া তবকপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। মূখ্য আলোচনা হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারী কলেজ উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোঃ আবু রায়হান, সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার, প্রধান শিক্ষক থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোঃ তৈয়ব আলী, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন বক্তব্য রাখেন। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করবে বলে মত প্রকাশ করেন।