আন্তর্জাতিক

গাজাগামী জাহাজে অস্ট্রেলীয় নারীর জীবনহুমকি,মায়ের সরকারের প্রতি ক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক : ২ অক্টোবর ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশে যাত্রাকালে ইসরায়েলি সেনারা অন্তত ১৩টি নৌযান আটক করেছে। তবে এখনো প্রায় ৩০টি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে। আটক হওয়া জাহাজগুলোর একটিতে ছিলেন একজন অস্ট্রেলীয় নাগরিক।

অস্ট্রেলিয়া থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, ফ্লোটিলায় থাকা ওই অস্ট্রেলীয় নাগরিকের মা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি তার মেয়ে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হন, তবে তিনি অস্ট্রেলীয় সরকারকে কখনো ক্ষমা করবেন না।

ড. বিয়াঙ্কা ওয়েব-পুলম্যান গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ছয় অস্ট্রেলীয় নাগরিকের একজন। তাদের বহনকারী জাহাজ গাজার উপকূলে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। অস্ট্রেলীয় অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, তার জাহাজটিকে ইসরায়েলি বাহিনী ধাক্কা দিয়েছে।

ওয়েব-পুলম্যান বর্তমানে এখনো গাজার পথে রয়েছেন। তবে ঝুঁকি বেড়ে যাওয়ায় তিনি ফোনটি সমুদ্রে ফেলার আগে তার মাকে শেষ একটি বার্তা পাঠান। সেখানে তিনি লিখেছেন—“আমি যদি মরে যাই, তাও চিন্তা কোরো না, এটা শতভাগ স্বার্থক হবে।”

তার মা জুলি ওয়েব-পুলম্যান জানিয়েছেন, ফ্লোটিলার পরিবার-সংযোগ দলের কাছ থেকে তিনি নিয়মিত আপডেট পাচ্ছেন। তবে অস্ট্রেলীয় সরকারের প্রতিক্রিয়াকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন—“কোনও মা-বাবা চান না তাদের সন্তানকে মরতে দেখতে। যদি আমার মেয়ে মারা যায়, তবে এই সরকারকে আমি কখনো ক্ষমা করবো না। সরকারের যা করা উচিত তা করছে না। এটা সরকারের ব্যর্থতা।”

সূত্র: আল জাজিরা