সারাদেশ

গাছ লাগানোর শর্তে সাইবার হ্যারাসমেন্ট প্রতিরোধ সহায়তার ঘোষণা

  ডেস্ক নিউজ ৩১ অক্টোবর ২০২৫ , ২:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি সংগঠনটি ঘোষণা করেছে কুড়িগ্রাম জেলার শিক্ষার্থী ও নাগরিকদের জন্য একটি গাছ লাগানোর শর্তে সাইবার হ্যারাসমেন্ট প্রতিরোধে সহায়তা করবে, যা সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতীক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান সাইবার বুলিং, অশ্লীলতা, নাস্তিকতা ও ইসলামের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ এবং মানুষকে এসব হ্যারাসমেন্ট থেকে রক্ষা করার কাজে দীর্ঘদিন থেকে নিয়োজিত।

প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাইজিদ হোসাইন বলেন,আমরা চাই তরুণরা যেন ইন্টারনেটকে ইতিবাচক কাজে ব্যবহার করে। সাইবার বুলিং বা ধর্মবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের টিম সর্বদা সতর্ক থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারাদেশের বিভিন্ন আগ্রহী তরুণদের সাইবার সচেতনতামূলক কোর্স, কর্মশালা ও অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও বিদ্বেষমূলক কার্যক্রম এর প্রতিরোধ করেন

সচেতন তরুণদের সহযোগিতা ও অংশগ্রহণে এই উদ্যোগটি ইতিমধ্যে অনলাইনে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানা গেছে।