রাজনীতি

কুড়িগ্রাম-২ আসনে সাবেক এমপি পনির উদ্দিনসহ দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১ জানুয়ারি ২০২৬ , ৬:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও একই আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এতে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তবে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এছাড়াও আমার বাংলাদেশ(এবি)পাটি’র মো:নজরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়।
এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জাপা প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু তিনি তার হলফনামায় মামলার তথ্য উল্লেখ না করায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান তার হলফনামায় একাধিক তথ্য গোপন রাখায় তার মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়।
তবে উভয় প্রার্থীই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন,
“আমার নামে যে মামলা হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না। না জানলে কীভাবে হলফনামায় উল্লেখ করবো? আজ শুনলাম ঢাকার মিরপুরে আমার নামে একটি মামলা হয়েছে এবং সেই কাগজ জমা দেওয়া হয়েছে। আমি কি মিরপুরে গিয়ে যুদ্ধ করছি? মামলা তো হতেই পারে। এখন আমি আপিল করবো।”