আন্তর্জাতিক

ইসরাইলি কারাগার থেকে মুক্ত শহিদুল আলম

  আন্তর্জাতিক ডেস্ক : ১০ অক্টোবর ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

অবশেষে দখলদার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। তাঁর মুক্তিতে ভূমিকা রাখার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, তুর্কি সূত্রের বরাতে জানা গেছে, আজ বিকেলে ইসরাইল থেকে উড্ডয়ন করা তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম যাত্রীদের মধ্যে রয়েছেন। ফ্লাইটটি (TK-6921) স্থানীয় সময় দুপুর আড়াইটায় ইস্তাম্বুলে অবতরণের কথা রয়েছে।

ইস্তাম্বুলে পৌঁছার পর তাঁকে স্বাগত জানান বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও তাঁর নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার প্রচেষ্টা চলছে।

গত ৮ অক্টোবর গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (Freedom Flotilla Coalition) সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স (Conscience) আটক করে ইসরাইলি বাহিনী।
বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন মানবাধিকারকর্মী জাহাজটিতে ছিলেন, যারা গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করেছিলেন।