আন্তর্জাতিক

ইতালির তরিনো তে সংগ্রাম,গৌরব,ঐতিহ্য ও বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  Mosharaf Hossain ২ সেপ্টেম্বর ২০২৫ , ৮:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইতালির তরিনো তে সংগ্রাম,গৌরব,ঐতিহ্য ও বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃ সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তরিনো শাখার উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার সন্ধ্যায় স্থানীয় রেস্তরাঁ মেজবান বিরিয়ানির হল রুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরিনো শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ সভাপতি এ্যাড.আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোড় ছাত্র নেতা মোহাম্মদ মোশারফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রধান বক্তা হিসেবে তরিনো বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শামীমুল হুদা, বিশেষ অতিথি হিসেবে সাবেক উপদেষ্টা এবিএম আসাদুল্লাহ, সাবেক সহ সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর,সাবেক সহ সম্পাদক মুন্না চৌধুরী,মামুন ঢালী, সাবেক সহ সাংগঠনিক তপন মিয়া,আতাউর সরকার, সাবেক সদস্য রবিউল আউয়াল, নুর মোহাম্মদ উপস্থিত থেকে দলের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন,আগামীর বাংলাদেশ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ। এসময় তিনি দেশবাসীকে আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তরিনো বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল কে নির্বাচনে সহযোগিতা করার বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধান বক্তার বক্তব্যে শামীমুল হুদা স্থানীয় নেতাকর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ৫ই আগষ্টের পরে দলে ভিড় কারীদের হুশিয়ারি উচ্চারণ করে বলেন,স্বৈরাচারের আমলে তরিনো বিএনপির যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের কে সাথে নিয়েই নতুন কমিটি গঠন করা হবে, কোন বিশৃঙ্খলা কারী কিংবা নবাগত হাইব্রিডদের স্থান দেওয়া হবে না।

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তরিনো শাখার আহ্বায়ক নাসির জমাদ্দার, সিনয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক ইমন হোসেন অন্তর।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন তরিনো বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কারী মোঃ কামাল উদ্দিন।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে তরিনো শাখা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান উপস্থিত নেতাকর্মী ও অতিথিবৃন্দকে অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করে আশা প্রকাশ করে বলেন , দুর্দিনের সকল নেতাকর্মীদের নতুন কমিটিতে সম্পৃক্ত করা হবে। নেতাকর্মীদের মধ্যে মতের পার্থক্য থাকবে, প্রতিযোগিতা থাকবে কিন্তু বিশৃঙ্খলা থাকতে পারবে না, ঐক্যবদ্ধ ভাবে সংগঠন কে শক্তিশালী করার জন্য সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নবীন প্রবীণের সমন্বয়ে এক সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার কথা পুনঃব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এরপরে নেতাকর্মীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।