সারাদেশ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে স্বামীর ছুরিকাঘাত

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষে যুবকের স্ত্রী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
চিলমারী মডেল অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত প্রেমিকের নাম মমিনুল ইসলাম নায়ক। তিনি উপজেলার বজরা তবকপুর ছড়ারপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে অভিযুক্তের স্ত্রী সঙে দেখা করে কথাবার্তা বলছিলেন আহত মমিনুল ইসলাম নায়ক। এসময় বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারলে অভিযুক্ত স্বামী গিয়ে তাদের একসঙ্গে দেখতে পান। পরে মমিনুলকে মারধর করলে অভিযুক্তের স্ত্রী বাধা দেয়। এসময় হাতে কাছে ছুরি পাওয়ায় মমিনুলের বুকের মধ্যে আঘাত করে। সাথে স্ত্রীকেও আঘাত করা হয়। তবে মমিনুল ও ওই মহিলার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল বলেও জানায় এই সূত্রটি।

সূত্র আরও জানায়, স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থা আশংকাজনক হলে রংপুর মেডিকেলে রেফার করেন দায়িত্বরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী আলামিন জানান, ‘পাম্প মোড়ে হটাৎ করে নায়েক তার বুকের উপর হাত দিয়ে এসে দোকানের সামনে বসে। পরে তার রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষণিক ভবে অটোতে করে হাসপাতালে পাঠানো হয়। তাদের পরকীয়া প্রেম চলছিল অনেক দিন থেকে।’

ওসি আলমগীর হোসেন জানান, ‘মমিনুল ও
অভিযুক্তের স্ত্রীর মধ্যে পরকীয়া চলছিল। এটা দেখে ফেলায় তাদের মধ্যে মারধর হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ছুরি দিয়ে মমিনুলকে আঘাত করে। মমিনুল এখন রংপুরে চিকিৎসা নিচ্ছেন। আহত মমিনুলের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এটি প্রক্রিয়াধীন রয়েছে, সেই সাথে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’