বিবিধ

সাংবাদিক হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৫ , ২:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে রৌমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে রৌমার উপজেলা চত্বরে রৌমারী-ঢাকা মহাসড়কে রৌমারীর সকল সাংবাদিকবৃন্দ এর ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এবং প্রতিটি ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীরা শাস্তি না পাওয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে বলে উল্লেখ করেন তারা।

কালের কণ্ঠের সাংবাদিক সোহেল রানা স্বপ্ন এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান তারা,সাদিক হোসেন ভোলা, মুরাদুল ইসলাম মুরাদ শওকত,হুমায়ুন কবির, সোহেল রানা স্বপ্ন, সাইফুল ইসলাম, শহীদুল্লাহ কায়ছার লেবু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ৷ তারা সকলে এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।