রুয়েট প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৫ , ৮:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াসিক আল আজাদ বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে কাজ করছেন মেশিন লার্নিং নেটওয়ার্কিং টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে।
বর্তমানে তিনি যুক্ত আছেন গুগলের “জেমিনি” এবং গুগল ক্লাউড-নির্ভর বৃহৎ স্কেলের মেশিন লার্নিং (ML) ট্রেনিং সিস্টেমের নেটওয়ার্ক স্থাপনায়। এই টিমের মূল দায়িত্ব হচ্ছে গুগলের GPU ও TPU পডগুলোর মধ্যে উচ্চ-দক্ষতার ইন্টারকানেক্ট তৈরি করা, যা গেম-চেঞ্জিং AI প্রযুক্তি ও ডিপ লার্নিং মডেলগুলোর কর্মক্ষমতা ও বিস্তৃতিকে বহুগুণে বাড়িয়ে তোলে।
ওয়াসিক আল আজাদের পথচলা শুরু হয় রুয়েটে ২০১২–১৩ শিক্ষাবর্ষে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই তিনি প্রমাণ করেন নিজের মেধা, নিষ্ঠা ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ। স্নাতক সম্পন্নের পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। প্রথমে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা অ্যাট ওমাহা থেকে মাস্টার্স শেষ করেন, এরপর গবেষণার প্রতি একাগ্রতা ও পেশাদার উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে পিএইচডি অর্জন করেন ইউনিভার্সিটি অব নটর ডেম থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে।
পড়াশোনার পাশাপাশি তিনি ছিলেন একাধারে শিক্ষক ও গবেষক। নেব্রাস্কা ও নটর ডেম—উভয় প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট টিচিং ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল কম্পিউটার সিস্টেম ডিজাইন, স্কেলেবল মেশিন লার্নিং এবং পারফরম্যান্স অপ্টিমাইজেশন, যা তাঁকে নিয়ে যায় গুগলের মত বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে।
গুগলের জেমিনি প্রজেক্ট ছাড়াও তিনি গুগল ক্লাউডের গ্রাহকদের জন্য বৃহৎ পরিসরে এমএল ট্রেনিং সুবিধা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করছেন।
ওয়াসিক আল আজাদের এ অর্জন কেবল তার ব্যক্তিগত সফলতা নয়; এটি রুয়েটের জন্য এক গৌরবময় অধ্যায়। তার এ পথচলা রুয়েটের শিক্ষার্থীদের জন্য যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি প্রমাণ করে—বাংলাদেশের মেধা বৈশ্বিক প্রযুক্তি জগতে কতটা কার্যকর অবদান রাখতে পারে।