ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ২৫ অক্টোবর ২০২৫ , ১০:৪৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সড়ক দুর্ঘটনায় নওগাঁর ধামইরহাটের বিহারি নগর-পিরলডাঙ্গার বাইপাস সড়কের (তালঝারিতে) গরুবোঝাই ভটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে ভটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে। নিহতদের বাড়ি ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী এলাকায়। নিহত হয়েছেন ভুটভুটির ড্রাইভার মাসুদুর রহমান (মওলা) ও গাড়ির সহযোগী ভূট্টু রহমান। আহত কয়েকজনকে উপজেলা সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধামইরহাট থানা ওসি।











