বিবিধ

দুই প্যানেলের দ্বন্দ্বে কোন দিকে এগোবে রাকসু

  রাবি প্রতিনিধি: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আগে দুই প্রধান প্যানেলের অবস্থান সম্পূর্ণ বিপরীত।

‘সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচন পেছানোর কথা বলা হচ্ছে পরাজয়ের ভয়ের কারণে। অনেক শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে আছেন, তাই ২৫ তারিখেই নির্বাচন হওয়া উচিত।”

অন্যদিকে,‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর জানান, “ছুটির কারণে শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছেন।নির্বাচন দুর্গাপূজার পরে হওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ২১ সেপ্টেম্বর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। যদিও রাকসু নির্বাচনের ওপর সরাসরি প্রভাব নেই, তবু একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২৮ জুলাই তফসিল ঘোষণা করেছে। সংশোধিত তফসিল অনুযায়ী, প্রচার কার্যক্রম ২২–২৩ সেপ্টেম্বর চলবে এবং ভোটগ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে ফলাফল কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঘোষণা করা হবে।