রাজনীতি

জোটের যে ৩০টি আসনে লড়বে এনসিপি

  উত্তরের আলো ডেস্ক : ১৬ জানুয়ারি ২০২৬ , ১:৩৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছবি :সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন, যেখানে দলটি নিজস্ব প্রতীকে নির্বাচন করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আসন বণ্টন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলগুলোর আসন সংখ্যা তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ আসন বণ্টন নিশ্চিত করেছে। প্রতিটি শরিক দলকে তাদের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার ভিত্তিতে আসন দেওয়া হয়েছে।”
এনসিপির চূড়ান্ত ৩০টি আসন
রংপুর বিভাগ (৪টি)
এনসিপি উত্তরাঞ্চলে চারটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে—
পঞ্চগড়–১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী)
দিনাজপুর–৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী)
রংপুর–৪ (পীরগাছা ও কাউনিয়া)
কুড়িগ্রাম–২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট)
রাজশাহী বিভাগ (২টি)
এই বিভাগে এনসিপি দুটি আসন পেয়েছে—
নাটোর–৩ (সিংড়া)
সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর)
ঢাকা বিভাগ (১০টি) — সর্বোচ্চ
ঢাকা ও আশপাশের এলাকায় এনসিপি তুলনামূলক বেশি গুরুত্ব পেয়েছে—
টাঙ্গাইল–৩ (ঘাটাইল)
ময়মনসিংহ–১১ (ভালুকা)
মুন্সিগঞ্জ–২ (লৌহজং ও টঙ্গিবাড়ী)
ঢাকা–৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর)
ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা)
ঢাকা–১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা)
ঢাকা–১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত)
ঢাকা–১৯ (সাভার)
ঢাকা–২০ (ধামরাই)
গাজীপুর–২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস)
নরসিংদী–২ (পলাশ ও সদর উপজেলার আংশিক)
চট্টগ্রাম বিভাগ (৭টি)
দক্ষিণ-পূর্বাঞ্চলেও এনসিপির উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে—
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল ও আশুগঞ্জ)
ব্রাহ্মণবাড়িয়া–৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর)
কুমিল্লা–৪ (দাউদকান্দি)
নোয়াখালী–২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক)
নোয়াখালী–৬ (হাতিয়া)
লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ)
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও চান্দগাঁও–পাঁচলাইশ এলাকা)
বান্দরবান (পুরো পার্বত্য জেলা)
বরিশাল বিভাগ (১টি)
পিরোজপুর–৩ (মঠবাড়িয়া)
নারায়ণগঞ্জ (১টি)
নারায়ণগঞ্জ–৪ (সদর উপজেলার আংশিক)
রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপিকে ঢাকা ও আশপাশের এলাকায় বেশি আসন দেওয়ার পেছনে শহুরে ভোটব্যাংক ও সাংগঠনিক উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় দলটির প্রভাব ধরে রাখতে নির্বাচনী কৌশল গ্রহণ করা হয়েছে।
জোটের নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে প্রার্থী চূড়ান্তকরণ, প্রচারণা ও যৌথ নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে।