চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৫ জানুয়ারি ২০২৬ , ৪:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হাঁস পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চিলমারী এবং নয়ারহাট ইউনিয়নের নির্বাচিত সুফলভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হাঁস পালনের প্যাকেজের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন সুফলভোগীর প্রত্যেককে ১৫টি করে মোট ২,৫৫০টি হাঁস বিতরণ করা হয়। এর মধ্যে হাঁস পেয়েছেন ১৩০ জন নারী এবং ৪০ জন পুরুষ সুফলভোগী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে হাঁস পালনে তারা স্বাবলম্বী হতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টীকাদার, এলইও ডা. শামসুর রহমান সুমন।
চিলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী বলেন, হাঁস পালন চরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটি টেকসই জীবিকামূলক কার্যক্রম। সঠিক ব্যবস্থাপনা, টিকা প্রদান ও নিয়মিত তদারকির মাধ্যমে সুফলভোগীরা এই প্রকল্প থেকে দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা পাবেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস সবসময় তাদের কারিগরি সহযোগিতা প্রদান করবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁস পালনের মাধ্যমে তারা অতিরিক্ত আয় করতে পারবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
স্থানীয় সুফলভোগীরা জানান, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই আগে থেকেই ছোট পরিসরে হাঁস পালন করলেও সরকারি সহায়তা পাওয়ায় তারা এখন বড় পরিসরে ব্যবসা করতে পারবেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা সুফলভোগীদের সফলভাবে হাঁস পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিয়মিত তদারকির আশ্বাস দেন।





