সারাদেশ

চিলমারীতে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ১২:৩৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার অনুষ্ঠানটি কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রদল ও চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে সর্বসাধারনের জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চিলমারী-মওলানা ভাসানী মহাসড়কে কলেজ মোড় এলাকায় এ সাক্ষাৎকার দেখানো হয়।

চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আরিফ সরকার বলেন, আজকে এই আয়োজন প্রবীণ দের জন্য। আমরা যারা তরুণ আছি তারা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাৎকারটি দেখেছি। কিন্তু যারা প্রবীণ নাগরিক  তারা তো সোশ্যাল মিডিয়ায় সাথে যুক্ত নাহ।  রিক্সা চলক, ভ্যান চালক তারা যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জনাব তারেক রহমানের বক্তব্য টা শুনতে পারে। এছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষ যাতে বুঝতে পারে বিএনপি জনগণকে নিয়ে কি ভাবছে। তার জন্য এই উদ্যোগটা গ্রহন করা হয়।

চিলমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ইয়াকুদ সাদ্দাৎ সাক্ষর জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার চিন্তাভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা চিলমারী উপজেলা ছাত্রদল ও চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমরা আগামী দিনে আরো প্রজেক্টরের মাধ্যমে চিলমারীর বিভিন্ন জায়গায় এই ধরনের সম্প্রচার ভবিষ্যতে চালাবো যেমন এর পরে তারেক রহমানের ৩১ দফা, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ জনগণকে নিয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন পারা মহল্লায় প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হবে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।