ডেস্ক রিপোর্ট : ১১ ডিসেম্বর ২০২৫ , ১০:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম–৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে মোছাঃ মমতাজ হোসেন লিপি সমর্থক নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন নিশ্চিতের দাবিতে এলাকাজুড়ে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাতে মশাল নিয়ে বৃহদায়তন মিছিল বের করেন। স্থানীয় বাজার এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হন তারা।
মশাল মিছিলে উপজেলা বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রৌমারী থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বাবু, মোঃ শুক্কুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সানোয়ার হোসেন, মোঃ সুনাম আলী, মোঃ মোকলেস আলী, মহিলা দলের নেত্রী মোছাঃ আয়শা বেগম, মোছাঃ আসমা খাতুনসহ আরও অনেকে।
নেতাকর্মীরা অভিযোগ করেন, “একই পরিবার থেকে একজন জামায়াতের এবং অপরজন বিএনপির প্রার্থী হওয়ায় সাধারণ জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এতে দলের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”
তারা দাবি জানান, মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দিলে কুড়িগ্রাম–৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, এলাকার নারী নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে। লিপি বেগম দীর্ঘদিন মাঠে থেকে আন্দোলন–সংগ্রাম করেছেন। তাই দলের স্বার্থে তাঁর মনোনয়ন এখন সময়ের দাবি।
মশাল মিছিল শেষে নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডের প্রতি লিপি বেগমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।





