উলিপুর প্রতিনিধিঃ ১৩ অক্টোবর ২০২৫ , ৫:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজ্জাক আলী, এমজেএসকেএস থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী রেজাউল করিম, ফ্রেন্ডশিপের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. জিয়াউর রহমান, সিডিও শাহাদৎ হোসেন মিঠু এবং ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও মাইগ্রেশন) মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, উদ্ধার কার্যক্রম এবং অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।











