রাজনীতি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার নতুন কমিটি গঠন

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৯ জানুয়ারি ২০২৬ , ৮:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ আহমেদ, সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম আশিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবু মূসা আকন্দ পুনরায় (দ্বিতীয়বারের মতো) দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে রৌমারী উপজেলার জামিয়া কারিমিয়া সিরাজিয়া ক্বওমী মাদরাসা মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রৌমারী থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাহদি হাসান।
সম্মেলনে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী, হাতপাখা প্রতীকের নেতা ও সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা শাখার সদর প্রিন্সিপাল মাওলানা মোঃ আনসার উদ্দিন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম আজাদ,
বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা শাখার নায়েবে সদর মাওলানা মোঃ আখতার হোসেন,
সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ,
নায়েবে সদর জনাব মোঃ নুর হোসেন মুক্তার,
বন্দবেড় ইউনিয়ন শাখার সভাপতি জনাব ফজলুল কবীর বাবলু,
ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদুরচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আহমেদ সোলাইমান সেলিম,
যুবনেতা মাওলানা মাইদুল ইসলাম আনসারীসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সামসুল আলম, মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, ছাত্রনেতা মাহফুজ আহমেদ, শহিদুল ইসলাম, মোঃ সুজন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটি আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।