কুড়িগ্রাম প্রতিনিধি: ১৮ জানুয়ারি ২০২৬ , ১২:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে ব্যাটালিয়ন-২২ বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চা বীজ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবির সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, “কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৩০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তের সব রুটে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।”





