কুড়িগ্রাম প্রতিনিধি: ১২ জানুয়ারি ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমালেও সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী নিখোঁজ রয়েছেন।
ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি বানিয়ারভিটা গ্রামে। স্থানীয়দের বরাতে জানা যায়, বাবুল ও তার স্ত্রী মহিমা রোববার রাতে একই ঘরে ঘুমাতে যান। কিন্তু সোমবার (১২ জানুয়ারি) সকালে মহিমাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার স্বামী বাবুলকে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় অটোচালক মোস্তফা বলেন, “গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাবুল ভাইয়ের বাড়ি থেকে গরু জবাইয়ের মতো শব্দ পাই। তখন দৌড়ে গিয়ে গেটে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয়নি। ভেবেছিলাম সবাই ঘুমিয়ে আছে। সকালে জানতে পারি ভাবিকে হত্যা করা হয়েছে, কিন্তু বাবুল ভাই নেই।”
একই এলাকার কফিল মিয়া জানান, “খবর পেয়ে গিয়ে দেখি বাবুলের স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ঘটনাটি রহস্যজনক। কেউ কেউ ধারণা করছেন, বাবুলকে তুলে নিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। তবে স্বামীকে পাওয়া গেলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।
নিহতের দ্বিতীয় ছেলে মেহেদী বলেন, “আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না। তার মোবাইল ফোনও বন্ধ।”
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”





