রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১ ডিসেম্বর ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড, বেতন-ভাতা, পদোন্নতিসহ তিন দফা দাবির প্রেক্ষিতে কুড়িগ্রামের রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকরা। রবিবার সকাল ৯টা থেকে সারাদেশের ন্যায় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেন পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে জানানো হয়—অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দেওয়া আশ্বাসের ১৮ দিন অতিক্রান্ত হলেও তিন দফা দাবির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশেষ করে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারিসহ অন্যান্য দাবির বাস্তবায়ন অনিশ্চিতই রয়ে গেছে।
দাবিদার শিক্ষকদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ১১তম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় তারা রবিবার থেকে পরীক্ষা বর্জন এবং লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
তাদের তিন দফা দাবি হলো,
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন,
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।










