বিবিধ

চিলমারীতে খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১ ডিসেম্বর ২০২৫ , ১২:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা সরকারি ব্যাংকে জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু গত ৯ নভেম্বর খুচরা ডিলারদের ডিলারশিপ বাতিল ঘোষণা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কৃষকদের দোরগোড়ায় সার ও কীটনাশক পৌঁছে দিচ্ছি আমরা। প্রতিটি কৃষক আমাদের মাধ্যমে সেবা পাচ্ছেন। এই ব্যবসার আয় দিয়েই আমরা পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি। গ্রামাঞ্চলের কৃষকদের কাছে আমাদের হাজার হাজার টাকা বাকিতে রয়েছে। এমন অবস্থায় ডিলারশিপ বাতিল হলে আমরা পথে বসতে বাধ্য হবো। তাই নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রির ব্যবস্থা বহাল রাখার দাবি জানান ব্যবসায়ীরা।

এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজু মিয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লা প্রমুখ।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার উদ্দেশে ইউএনও অফিসের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।