বিবিধ

চিলমারীতে বিএনপি প্রার্থী আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল

  ডেস্ক রিপোর্ট : ৮ নভেম্বর ২০২৫ , ৫:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষণার পর কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.আজিজুর রহমান চিলমারীতে পৌঁছালে তাঁকে দেখার জন্য নেতাকর্মীদের ঢল নামে।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও ব্যানার-ফেস্টুন নিয়ে চিলমারী বন্দরে জড়ো হন। প্রার্থী সেখানে পৌঁছালে ফুলের মালা ও স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে,২৮ কুড়িগ্রাম-৪ আসনে আবারও বিএনপি’র প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা এবং তাঁর আগমনে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই আগমন নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে দলকে আরও সংগঠিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রার্থী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চিলমারীর মানুষ অগ্রণী ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি মাঠে আছেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করতে চান।

শেষে চিলমারী বাজার থেকে উপজেলা মাঠ পর্যন্ত একটি বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে শতশত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।