বিবিধ

বেরোবি ছাত্র সংসদ:পলিটিক্যাল প্রার্থী হওয়ার সুযোগ নেই-উপাচার্য

  বেরোবি প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৫ , ৫:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ব্যানারে প্রার্থী হওয়া যাবে না। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ কথা জানান।তিনি বলেন,
“কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে পলিটিক্যাল প্রার্থী হওয়ার সুযোগ নেই। এখানে শিবির, ছাত্রদল, বাম বা অন্য কোনো দলীয় ব্যানারে কেউ প্রার্থী দিতে পারবে না।”

উপাচার্য আরও বলেন,“বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন দিয়েছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবরের মধ্যেই নীতিমালা পাস হবে, সেটি নির্ধারিত সময়ের আগেই হয়েছে। এখন আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই। খুব শিগগিরই নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।”

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়।