চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৫ , ৩:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নির্মাণের এক বছরও না পেরোতেই কুড়িগ্রামের চিলমারীতে ইউনি ব্লক সড়কে দেখা দিয়েছে ধস। সড়কের বিভিন্ন স্থানে ব্লক দেবে যাওয়ায় এবং পুকুরের দিকে মাটি সরে পড়ায় চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে চিলমারী উপজেলার থানাহাট জিসি-রাজারভিটা সড়ক (দৈর্ঘ্য ২,০৭০ মিটার) পুনর্বাসনের কাজ হাতে নেয় এলজিইডি। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় উলিপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিবেদিতা ট্রেডার্স। প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ করা হয় প্রায় ১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৯৭৭ টাকা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে উন্নতমানের ইউনি ব্লক ব্যবহারের কথা থাকলেও বাস্তবে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ব্লক। এছাড়া ব্লক বসানোর আগে যথাযথভাবে বালি ও মাটি ফেলা হয়নি এবং নিয়ম অনুযায়ী করা হয়নি কম্পেকশন (দৃঢ়করণ)। ফলে বৃষ্টির পানি ও পুকুরের ঢালে ভর করে সড়ক ধসে পড়ছে বারবার।
চালক আমিনুল ইসলাম বলেন,“রাস্তাটা নির্মাণের আগেও যেমন কাদামাটিতে ভরা ছিল, এখনো তেমনই। ব্লকগুলো ঠিকভাবে বসানো হয়নি, অনেক জায়গায় দেবে গেছে। এখন অটো রিকশা চালানোই কষ্টকর।”
একজন স্থানীয় শিক্ষক আবু আক্তার বলেন,“এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত সংস্কার না করা হলে শিগগিরই এই সড়কে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী বলেন,“উক্ত সড়কের পাশে একাধিক পুকুর থাকায় এবং সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে সড়কে ধস দেখা দিয়েছে। আমরা বিষয়টি জানি এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তদারকির অভাব ও নির্মাণে অনিয়মের কারণেই সড়কটি বছরের আগেই ধসে পড়েছে। তারা দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।











