বিবিধ

মুছে যাচ্ছে অমোচনীয় কালি

  রাবি প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৫ , ১১:৫৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অভিযোগ উঠেছে সামান্য ঘষাতেই উঠে যাচ্ছে ভোট প্রদানের পর ভোটারদের হাতের আঙুলে দেয়া কালির দাগ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় রাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোট প্রদানের পর ভোটারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করলে অনেকই অভিযোগ করেন উঠে যাচ্ছে ভোট প্রদানের পর ভোটারদের হাতের আঙুলে দেয়া কালির দাগ।

যদিও গতকাল ১৫ অক্টোবর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জোর দাবি করে বলেছিলেন – “নির্বাচনে জালিয়াতি প্রতিরোধে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ভোট প্রদানের পর অমোচনীয় কালি আমদানি করা হয়েছে, যেন কেউ একবারের বেশি ভোট না দিতে পারে”

কিন্ত, নির্বাচনের দিন সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এসেছে ভোটারদের কন্ঠে। রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিশ্বাস চন্দ্র বর্মন বলেন -” ৩৫ বছর পর রাকসু নির্বাচন, আমাদের জন্য অনেক আনন্দের ; কিন্ত, একটা দুঃখজনক বিষয় হলো ভোট দানের পর, ভোট দানের প্রমাণ হিসেবে যে কালি টা দেয় হচ্ছে তা দুই মিনিটও স্থায়ী হচ্ছে না। অন্তত ২ ঘন্টা থাকলে বিষয়টা ভলো হতো, নির্বাচন কমিশন এক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক রাবি’র এক নারী শিক্ষার্থীও এ বিষয়ে সে কিছুটা হতাশা প্রকাশ করেছেন, তবে ভোট দানের সময় ভোটারের স্বাক্ষর নেয়ায় ভোট জালিয়াতি হবে না বলে আশা কার যায়।

সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী আবদুল্লাহ আল কাফি জানান- মাত্র দুই ঘষাতেই উঠে যাচ্ছে অমোচনীয় কালির দাগ। যা নির্বচন কমিশনের একটা ব্যর্থতা বলা চলে, তারা তাদের কথা অনুযায়ী কাজ করতে পারে নি।

উল্লেখ, সকাল ৯ টা থেকে শুরু হওয়া রাকসু নির্বাচন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা করা হবে।