চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৬ অক্টোবর ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ছবি:উত্তরে আলো
উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে বাংলাদেশে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি।
ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের বনাঞ্চল থেকে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুঁড়ির পাশাপাশি শেকড়সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে নদীতে।
সোমবার (৬ অক্টোবর) ভোর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ব্রহ্মপুত্র নদী থেকে নৌকা ও দড়ি ব্যবহার করে এসব গাছ উদ্ধার করছেন নদীতীরবর্তী এলাকার মানুষজন।
চিলমারী উপজেলার,রানীগঞ্জ,নয়ারহাট,রমনা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় স্থানীয়রা গাছ সংগ্রহ করছেন।
স্থানীয় বাসিন্দা ঘাটিয়াল জাহিদুল ইসলাম জানান,রবিবার রাতে গাছগুলো ভেসে আসা শুরু হয়। আজ সোমবারও নদীতে গাছ ভেসে আসতে দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ গাছ কেটে রাখা অবস্থায় ছিল, তবে কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। অনেকে ধারণা করছেন, পাহাড় ধসে বা নদীভাঙনে এসব গাছ ভেসে এসেছে।
ভারতের সীমান্তঘেঁষা কয়েকজন ব্যক্তি জানান, ভুটানের জয়গা এলাকা হয়ে ভারতের হাসিমারা ফরেস্ট থেকে এসব গাছ ভেসে আসতে পারে। তারা বলেন উজানে ভারতের হাসিমারা বনাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে তীব্র স্রোত দেখা দিয়েছে।
উল্লেখ্য, ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা হয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আশপাশের একাধিক বনাঞ্চল প্লাবিত হয়ে গাছের গুঁড়িগুলো ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাখাহাতী এলাকার স্থানীয় বাসিন্দা ফারুক,সুজা কুদ্দুস জানান, পানির উপরে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। মাঝে মাঝে মরা গরুও ভেসে আসছে। স্থানীয়রা যে যেভাবে পারছে, কাঠগুলো সংগ্রহ করছে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, নদীতে শুধু গাছ আর গাছ। মানুষ নৌকা দিয়ে গাছ টেনে আনছে।











