উলিপুর প্রতিনিধি: ১৮ আগস্ট ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা,জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্য নিয়ে সুশীল সমাজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮আগষ্ঠ) সকাল ১১টায় উলিপুর প্রেসক্লাব হলরুমে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সলিডারিটির ও বাংলাদেশ হেলথ্ ওয়াচ এর সহযোগিতায় হেল্থ ওয়াচ ও সলিডারিটির ফোকাল পার্সন সুনীল দাশ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, উলিপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মজিবর রহমান,উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমী, সাংবাদিক খালেক পারভেজ লালু,উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










