:আজিজুল ইসলাম ইমন,রংপুর প্রতিনিধি: ২৯ জুলাই ২০২৫ , ৯:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মর্ডান মোড়। প্রতিদিন সন্ধ্যার পর এ মোড়টিতে সৃষ্টি হয় চরম যানজট, যা এখন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। ব্যস্ত সময়ে এই যানজটে পিষ্ট হয়ে পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে পথচারীরা পড়ছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।
ফুটপাত দখল, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল ও ট্রাফিক সংকটই মূল কারণ।
সন্ধ্যার দিকে রংপুর বিভাগের আটটি জেলা থেকে বাস গুলো এসে জড়ো হয় রংপুর নগরীর মর্ডান মোড়ে।এছাড়াও শহরের বিভিন্ন দিক থেকে আসা রিকশা, অটোরিকশা, প্রাইভেটকারের চাপে মর্ডান মোড়ে সৃষ্টি হয় জটিল পরিস্থিতি। অন্যদিকে ফুটপাতগুলো দোকান ও হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীদের রাস্তায় নামতে বাধ্য হতে হয়। ফলে যানবাহনের গতি আরও ব্যাহত হয় এবং যানজট তীব্র আকার ধারণ করে।
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন,
“প্রতিদিন সন্ধ্যার সময় মর্ডান মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বললেই চলে। হেঁটে চলাও যায় না। ক্রেতা আসে না, ব্যবসাও কমে গেছে।” আরেকজন পথচারী জানান, রাতের বেলা মর্ডান মোড়ের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যেতে দম বন্ধ হয়ে আসে।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান,
“আমরা প্রতিদিনই চেষ্টা করি যানজট নিয়ন্ত্রণে আনতে। কিন্তু যানবাহনের চাপ বেশি, আবার হকারদের নিয়ন্ত্রণেও সমস্যা হয়। জনবল সংকট থাকায় সবসময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।”
যানজট নিরসনে স্থানীয়রা মর্ডান মোড় এলাকায় একটা বাস টার্মিনাল চালু করার দাবি জানিয়েছেন যাতে করে একটু হলেও যানজট নিরসন হয়।
এছাড়াও ফুটপাত দখলমুক্ত রাখা,ট্রাফিক পুলিশ ও সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো,সন্ধ্যার সময়ে বিশেষ ট্রাফিক পরিকল্পনা এগুলো দাবি তোলা হয়।
উল্লেখ্য,রংপুর শহরের উন্নয়নের জন্য সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা অপরিহার্য। মর্ডান মোড়ের যানজট এখন কেবল সময়ের অপচয় নয়, বরং নাগরিক জীবনের মানও ক্ষতিগ্রস্ত করছে। সময় এসেছে, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার।