হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ২৯ জুলাই ২০২৫ , ৫:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর মধ্যপাড়ায় অবস্থিত রেলওয়ের বৈধ্য লিজকৃত জমি স্থানীয় আওয়ামীলীগের কিছু নেতাকর্মী জোরপূর্বক দখলের চেষ্টা করছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন ও তারপরিবার।
গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মধ্যপাড়া রেলস্টেশন এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ২০০৯ সালে তিনি রেলওয়ের নিকট থেকে বৈধভাবে ৩ একর ২৩ শতক পরিত্যক্ত জমি লিজ নিয়ে সেখানে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ রোপণ করেন। গত ১৫ বছর ধরে নিজ খরচে জমিটি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে আসছেন তিনি। তবে বর্তমানে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা, বিশেষ করে কানুনগো এবং কাগজপত্র বিভাগে কর্মরত ব্যক্তিরা আবারও জমিটি অন্য কাউকে বরাদ্দ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মলনে সরকারের কাছে আমার দাবি পূর্বের বৈধ লিজ বহাল রাখতে হবে, রেলওয়ের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে, জমি অন্য কাউকে বরাদ্দ না দেওয়া এবং শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ভোগদখলের নিশ্চয়তা দিতে হবে। এসময় সাজ্জাদ হোসেনের মতো প্রায় ১০টি পরিবারের মানুষসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।