বিবিধ

কাউনিয়ায় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

  কাউনিয়া প্রতিনিধি: ২১ জুলাই ২০২৫ , ৭:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার বিকালে কাউনিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের কাউনিয়া উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন তিস্তা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ রাজু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন,সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল,কাউনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক জহির রায়হান ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম,
সহ সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী,আইন বিষয়ক সম্পাদক সজীব উদ্দিন,সদস্য মনিরুল ইসলাম মিন্টু, মাহবুর রহমান,আবদুল্লাহ আনন্দ প্রমূখ
বক্তৃারা যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যানের আর্দশ ও কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে বলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শিল্প বিপ্লব ঘটিয়ে দেশে বেকারত্ব ঘোচাতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা করে মিডিয়া জগতের আইকন হিসেবে পাঠক ও দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেছেন। তার দেশপ্রেম, মানবিকতা, যোগ্য নেতৃত্ব ও দেশের জন্য আত্মত্যাগ দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।