জাতীয়

৮ দল ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন

  অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না মোট আটটি রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এবার নির্বাচনে অংশ নিতে ৫১টি রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
ইসির তথ্য অনুযায়ী, বিএনপি সর্বাধিক ৩০০ আসনে ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৭৬ জন এবং জাতীয় পার্টির (জাপা) ২২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে, আওয়ামী লীগের শরিকসহ মোট আটটি রাজনৈতিক দল এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না।
অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৪ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫ জন, গণতন্ত্রী পার্টি ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৩১ জন, জাকের পার্টি ৭ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৪১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ জনসহ বিভিন্ন দল মনোনয়নপত্র জমা দিয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট মনোনয়নপত্র দাখিলের সংখ্যা ২ হাজার ৫৬৯টি। এর আগে একাধিকবার তথ্য হালনাগাদে সংখ্যা পরিবর্তন হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। এ বিষয়ে ইসি জানায়, একই প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ায় এই তথ্যের গরমিল সৃষ্টি হয়।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে নিবন্ধন স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না।