রাজনীতি

২৮কুড়িগ্রাম–৪ আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  স্টাফ রিপোর্টার: ২৯ ডিসেম্বর ২০২৫ , ৭:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম–৪ সংসদীয় আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) জুড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সব ধরনের আশঙ্কা কাটিয়ে জাতীয় পার্টির প্রার্থীরাও নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রৌমারী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নাজিম উদ্দিনের কার্যালয়ে কুড়িগ্রাম–৪ আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন—
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফজলুল হক মণ্ডল,
বিএনপির প্রার্থী মো.আজিজুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.হাফিজুর রহমান,জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক,শেখ মোহাম্মদ খালেক,বাসদ(মই) এবং রাজু আহমেদ,বাসদ(কাচি),শেফালী আক্তার, বাংলাদেশ সুপ্রিম পার্টি।

Oplus_131072

এছাড়া চিলমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাকের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকোনুজ্জামান শাহীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, কুড়িগ্রাম–৪ আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ ৬৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে রৌমারী উপজেলায় ভোটার এক লক্ষ ঊনআশি হাজার একশত আটাশি (১,৭৯,১৮৮) জন, রাজিবপুর উপজেলায় বাহাত্তর হাজার ঊনষাট (৭২,০৫৯) জন এবং চিলমারী উপজেলায় এক লক্ষ চৌদ্দ হাজার একশত পাঁচ (১,১৪,১০৫) জন ভোটার রয়েছেন।
বিএনপি ও ইসলামি সমমনা জোট এখনো এককভাবে প্রার্থী ঘোষণা না করায় আগাম কোনো প্রার্থীর বিজয় সম্পর্কে নিশ্চিত ধারণা দিতে পারছেন না সাধারণ ভোটাররা। অনেকের মতে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আসন্ন নির্বাচনের সম্ভাব্য চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ বলেন,“কুড়িগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী সহিংসতার ঘটনা আমাদের নজরে আসেনি। কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টিও সব প্রার্থীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরিষ্কারভাবে জানানো হবে।”
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফজলুল হক মণ্ডল বলেন,
“দলের চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশনায় জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত কোনো সমস্যা চোখে পড়েনি।”
জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,“যোগ্য জনপ্রতিনিধি সংসদে না যাওয়ায় স্বাধীনতার অর্ধশত বছর পরেও এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর হয়নি। ব্যাপক কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম–৪ আসনে সাধারণ ভোটারদের সমর্থন কামনা করছি।”