রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৮ জানুয়ারি ২০২৬ , ৬:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চোরাচালান দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ব্যাটালিয়ন (৩৫-বিজিবি)-এর নায়েক মো. কাউছার মিয়া প্রথম স্থান অর্জন করেছেন।
সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ২০২৫ সালে বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী আটক করতে সক্ষম হওয়ায় বুধবার বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক কর্তৃক তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ৩৫ ব্যাটালিয়নে কর্মরত থাকাকালে নায়েক মো. কাউছার মিয়া বিভিন্ন সময়ে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে সাহসিকতার সঙ্গে অংশ নেন। সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও তার কার্যকর ভূমিকার ফলে মাদকদ্রব্য ও ভারতীয় বিভিন্ন ভোগ্যপণ্যসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করা সম্ভব হয়, যা রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তার এই কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে একটি নগদ চেক, একটি ক্রেস্ট এবং বিজিবির মহাপরিচালকের স্বাক্ষরিত প্রশংসাপত্র প্রদান করা হয়।
নায়েক মো. কাউছার মিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামে। বর্তমানে তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টা পাড়া বিজিবি ক্যাম্পে কর্মরত থেকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।
তার এ অর্জনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবার ও এলাকাবাসী তার সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।