স্টাফ রিপোর্টার: ১৪ জানুয়ারি ২০২৬ , ৫:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর দুইদিনব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে। বুধবার সকালে শহীদ সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসবের উদ্বোধন করেন বিএমএসএফ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল হাকিম রানা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ও জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে সমাবেশের শুভ সূচনা করেন বিএমএসএফ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সমাবেশে বক্তারা সারাদেশের সাংবাদিকদের রুটি-রুজি নিশ্চিতকরণ, স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান। পাশাপাশি বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করলেও নানাভাবে নির্যাতন, হয়রানি ও পেশাগত অনিশ্চয়তার মুখে পড়ছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত সাংবাদিকবান্ধব আইন ও নীতিমালা প্রণয়ন জরুরি।
সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক এবং বিএমএসএফ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকালে বিএমএসএফের ১৪ দফা দাবি আদায়ে দেশের বাকি সাত বিভাগে একযোগে সমাবেশের ঘোষণা দেওয়া হবে বলে জানান সংগঠনের নেতারা।





