চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৩:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের বিদায় অনুষ্ঠানে তার সহকর্মী নিহত পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদকে স্বরণ করে কেদে ফেলেন। কিছুদিন আগে এসআই আসাদ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিলেন।
শনিবার (৬ডিসেম্বর) দুপুরে মডেল থানা পুলিশ সদস্যদের আয়োজন ওসি আশরাফুল ইসলামকে বিদায় জানানো হয়। এসময় থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি আশরাফুল ইসলামকে পঞ্চগড় সদর থানায় বদলী করা হয়েছে।
বিদায়কালে ওসি আশরাফুল ইসলাম নিহত পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদকে স্বরণ করে ভেঙে পড়েন। এসময় ওসি বলেন, আসাদ ভাইয়ের মৃত্যু মেনে নেয়া কষ্টকর। তিনি আমাকে সব সময় বলেছিলেন ভালো জায়গায় যাবেন। আজ বদলী হয়ে গেলো আমার। এসময় অন্যান্য পুলিশ সদস্যদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেন এবং তার জন্য দোয়া প্রার্থনা কামনা করেছেন।











