ফ্যাশন

শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

  ডেস্ক রিপোর্ট : ১৮ ডিসেম্বর ২০২৫ , ১২:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছবি :সংগৃহিত
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বিশেষায়িত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার রাতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাদিকে দেখতে হাসপাতালে যান। পরিদর্শন শেষে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন।

ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে জানান, শরিফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন। পাশাপাশি সরকার হাদির চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য দেশজুড়ে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে তাঁর ওপর হামলার ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তথ্য প্রকাশ করবে বলে জানা গেছে।