স্টাফ রিপোর্টার: ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–এর ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খায়রুল ইসলাম রফিক ও পরিচালক খায়রুল ইসলাম আলামিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে এলাহী শাহরিয়ার নাজিম-কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তিনি দৈনিক দিনকাল ও জনপ্রিয় অনলাইন পোর্টাল উত্তরের আলো–এর রৌমারী উপজেলা প্রতিনিধি।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াছির আরাফাত নাহিদ (দৈনিক মানবকণ্ঠ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিটন সরকার (দৈনিক ঢাকা রিপোর্ট)।
যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ কায়সার লেবু (দৈনিক প্রতিদিনের কাগজ), সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক (দৈনিক শিরোমনি), প্রচার সম্পাদক আলমগীর হোসাইন (দৈনিক বিজয়ের আলো) এবং দপ্তর সম্পাদক সুখ বাদশা (দৈনিক আজকের খবর)।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— আবু সায়েম, শাকিল আহমেদ, বেলাল হোসেন, আয়নাল হক, সায়ের আলী, ইউনুছ আলী ও মোজাম্মেল হক।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি ও হয়রানির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা, আইনি সহায়তা নিশ্চিত করা এবং পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা রক্ষাই এই কমিটির প্রধান লক্ষ্য।











