বিবিধ

রৌমারীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০ ডিসেম্বর ২০২৫ , ১:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছবি:এ আই দিয়ে তৈরি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো.রিয়াজ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রৌমারী থানাধীন ০২ নং শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে দাঁতভাঙ্গা–রৌমারীগামী ডিসি রোডের পাকা সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু মো.রিয়াজ তার পিতা মো.আল আমিনের সঙ্গে রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় হঠাৎ করে রিয়াজ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে যায়। এতে সে গুরুতরভাবে আহত হয়।
ঘটনার পরপরই তার পিতা ও নিকট আত্মীয়-স্বজন তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে রৌমারী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অটোরিকশা চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।