ধর্ম ও নৈতিকতা

রৌমারীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২ অক্টোবর ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নানা আয়োজন ও ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে নদীর ঘাটে আসেন। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানিয়ে আগামী বছরের জন্য আবার আমন্ত্রণ জানান।

এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। রৌমারী থানার ওসি সেলিম মালিক জানান,“আমরা সব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করেছি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ।”

প্রতিমা বিসর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। ভক্তদের চোখে ছিল বিদায়ের বেদনা, তবে আগামী বছরে আবার নতুন করে ফিরে আসার আনন্দঘন প্রত্যাশাও ছিল প্রবল।